Site icon আলাপী মন

কবিতা- বিরহ

বিরহ
-সুমিতা পয়ড়্যা

 

 

আমার ভালোবাসার কোন শোক নেই
নেই কোন বিষাদ
ব্যথা- বেদনা-যন্ত্রণা কিছুই নেই
কোনো ক্ষোভ নেই, কোনো অস্থিরতা নেই
আমি জানি আমার জন্য কোনো ভালোবাসা নেই
কৈশোর থেকে শুধু আশা করে বসে আছি
একদিন ঠিক কোন এক ভালোবাসা এসে বলবে— ভালোবাসি ভালোবাসি।
সত্য প্রেমই ছিল আমার আস্ফালন।
আর সব মিথ্যা জীবন দর্শন।
কিন্তু আমি তো সবটা জানি না!
ভালোবাসায় মিথ্যাও থাকে, তাও জানিনা !
কিভাবে মিলনের বিচরণ করতে হয় তাও জানি না ,
নীরব থাকতে শিখেছি; নিভৃতে জলে ভিজতে শিখেছি
কিন্তু জোর শিখিনি; ভালবাসায় যে তা ব্রাত্য
আমি ভালোবাসার জন্য অপেক্ষা করতে শিখেছি
নিজেকে দুমড়েমুচড়ে শেষ করতে শিখেছি
অপেক্ষা করতে করতে নিয়ম ভেবেছি
অভ্যাস করেছি অনায়াসে
নিজেকে হাতের মুঠোয় আবদ্ধ রেখেছি।
আমার ভালোবাসার কোন বাসনা নেই
নেই কোনো ইচ্ছা; নেই কোনো প্রতিবাদ
প্রতিকারও চাইনি কখনো!
আমার ভালোবাসার প্রতি অটল বিশ্বাসই সাজিয়েছে আপন অন্তঃপুরে।
আমার কোন প্রার্থনা নেই; আমার কোনো কান্না নেই
আমার কোন লজ্জা নেই; নেই কোন প্রতীক্ষা
আমি আর শুনছি না, দেখছিনা চারিদিকে।
প্রথম আলিঙ্গনের ভালোবাসা আমার আগুন
সেই আগুনে আমি দগ্ধ হয়েছি বারংবার
সেই তাপে এখনো পুড়ছি!
দগদগে ক্ষত স্মৃতির যজ্ঞে।
আত্মার আত্মীয় তেমনই উন্মুখ প্রতীক্ষায়-
একটাই লক্ষ্য- একটাই দৃষ্টি- যা সর্বোত্তম তাই আমার ভালোবাসা।
আমি কখনো ফিরেও চাইনি আমার ভালোবাসাকে
কখনো জিজ্ঞাসা করিনি, কেন চলে গেছে?
যেখানে ভালোবাসা নেই; সত্য প্রেম নেই
সেখানে প্রশ্নটাই তো মিথ্যা অবান্তর!
আমার কৃতজ্ঞতা আমার ভালোবাসার চরণে নিবেদিত প্রাণ।

Exit mobile version