Site icon আলাপী মন

কবিতা- বন্দে দেবী

বন্দে দেবী
-পায়েল সাহু

জাগো মা তুমি চিন্ময়ী রূপে,
ছড়াও জ্ঞানের আলো,
দশ দিক উদ্ভাসিত হোক,
মুছে সব কালো।

অনাহার মাগো সভ্যতার ভীষণ
শ্রবণে অসভ্যতার ভাষণ,
অসম্মান আর লাঞ্ছনায় নারীরা,
বীভৎসতায় শিরোনামের কারণ।

মোক্ষ দাও মা লুটেরাদের
পিপাসা করো শান্ত,
অনাহারে অত্যাচারে জীবন কাঁদে
আগ্রাসনের লোভে মত্ত।

রুদ্ররূপ ধারণ করো মা
গ্লানির হোক বলি,
প্রখর তেজে শুদ্ধ হোক
ভাবনার অলি গলি।

বরাভয় দাও মা পৃথ্বীরে
দূর হোক জরা,
অমর হোক শান্তি কেবল
নির্ভয় হোক ধরা।

Exit mobile version