Site icon আলাপী মন

কবিতা- ঝড়

ঝড়
সঞ্জিত মণ্ডল

নির্মেঘ আকাশে যদি ঝড় উঠেছিল —
বাতিস্তম্ভের আলোগুলো নিভু নিভু হলো;
কে যেন সদরে এসে মৃদু হেসে নতমুখে শান্ত তাকালো।
আচম্বিতে শুরু হলো প্রলয়ের থরো থরো নিদারুণ ভয়
অদ্ভুত ভালোবেসে, দু’হাত বাড়িয়ে দিয়ে বুকে টেনে নিয়েছি তোমায়।
উন্মুক্ত করেছিলে বসন তোমার–
সে বিপুল সৌন্দর্য তটে, অদ্ভুত ভালো লাগা চোখে ছিল গভীর বিস্ময়।
অন্তর বাহির যেন আলোড়নে দুলে ওঠে বিপুল আশায়-
ঝড়ের মাতন শুরু হয়, দেহ মন শিহরিত হয়।
তোমার ধবল শঙ্খে বিপুল আহ্বান এক নিনাদিত হয় ;
আকন্ঠ পূর্ণ করা উদ্দাম ঝড়ে সব বাঁধ ভেঙেচুরে যায়।
ভালোবাসো, আরো বেশী ভালোবাসো, দুটি মন আরো কিছু চায়।
উন্মুক্ত করেছো যবে যৌবন তোমার
নির্মেঘ আকাশে কত উল্কা ঝরে যায়-
বহু জনমের সাধে নির্নিমিখ মুগ্ধ চোখে, স্বপ্ন সম দেখেছি তোমায়।
তুমি স্থির চোখে চেয়ে রও ধরণীর মোহন লীলায়।
বাহিরে প্রমত্ত ঝড় অন্তরে সফেন উল্লাস;
নেচে ওঠে কবেকার পুরানো হৃদয় এক স্নিগ্ধ মমতায়।
দু’হাত বাড়িয়ে দিয়ে আহ্বান করি মৃত্তিকায়-
প্রাণপণে বুকে টেনে বলি সঙ্গমে লিপ্ত হব হয়েছে সময়।
সোনালী ধানের বীজ পুঁতে যাই বরষার শ্রাবণ ধারায়-
উল্লসিত সঙ্গমে, নতুন জীবন যেন প্রস্ফুটিত হয়;
বর্ষার আদরে সোহাগে নদী আরো ভরোভরো হয়
প্রস্তুত সে ক্ষেতে বীজ বপন রোপণ হয়।
ঝড় আসে ঝড় চলে যায়-
প্রকৃতিও শান্ত হয়ে যায়।
সোনালী ধানের আশা নিয়ে নদী চরে বসে আছি ভরা বরষায়।
নদী নারী মিলেমিশে এক হয়ে যায়-
শ্রাবণের পূর্ণিমায় ভরা নদী খরবেগে ধায় জোছনায়।।

Exit mobile version