কবিতা- কে এসেছিল

কে এসেছিল
-সুনির্মল বসু

সমুদ্র জলের ফেনার মতো অনেক রাতের স্বপ্ন হয়ে যে এসেছিল, সে কবেই নিজস্ব টানে ফিরে গেছে,
এখন সে শুধুই নষ্টালজিক স্মৃতি, তাকে নিয়ে আজ আর কোনো মন খারাপের সকাল বিকেল নেই,
চাঁদ অনন্ত সুন্দর, তাকে কি ধরা যায়, নীল সমুদ্রের ঢেউ গোনা কি সম্ভব,
একা একা পথ হাঁটি, নদীর কিনারে যাই, ফুলবনে প্রজাপতির নাচন দেখি, স্বপ্নে সাত ভাই চম্পা পারুল বোন জেগে থাকে,
দিনগুলো যেমন ছিল, তেমনি আসে,
ঝাউবীথি পলাশবন অরণ্যপাখি আজো স্বপ্নে হাঁটে,
কে বলে, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না,
সোনার দিন তো মনেই থাকে,
প্রভাতী নৌকো স্বপ্নের ভোর শাপলা শালুক পদ্ম পাতায় জল, তেমনি দীঘল‌ দীঘিতে ভাসে,
স্বপ্নে কে যায়, কে কখন আসে,
দিন যায়, দিন আসে, বসে আছি কার আশে,
প্রতিদিন স্বপ্নে হাঁটি আমি, স্বপ্ন পাবার আশে।
সমুদ্র জলের ফেনার মতো জীবন বয়ে যায়,
জল সরে গেলে, চড়ার মতো স্মৃতির সুরভিটুকু পড়ে থাকে,
জীবন বয়ে যায়, ধারাপাত বদলায়, আমি চেয়ে থাকি, চেয়ে থাকি,
কে আসে, কে যায়, প্রতিদিন জীবন বদলায়,
তবু,কে এসেছিল, কে আসে, আজো ভাবায়,
দিগন্ত রেখায় সমুদ্র বয়ে যায়।

Loading

Leave A Comment