Site icon আলাপী মন

কবিতা- স্বপ্ন ভেলা

স্বপ্ন ভেলা
-পাপিয়া ঘোষ সিংহ

এই তো এলো শরৎ, সে তার অরুণ আলোর দোলায় ভেসে,
শ্বেতশুভ্র বিকশিত হেলছে যে কাশ হেসে হেসে।
ঠিক সে সময় জ্যোতির্ময়ের আগমনের আভাস পেয়ে,
টলোমলো ছুটছি আমি মাতাল হ‌ওয়া মনকে নিয়ে।

মুখোমুখি তুমি-আমি রোদ ও ছায়ার খেলার মাঝে,
সামনে নদী ছলাৎ ছলাৎ, সাথে মেঘের মৃদং বাজে।
আজ দু’জনে চোখে চোখে বলবো প্রাণের গোপন কথা,
রোদের চাদর জড়িয়ে গায়ে উড়িয়ে দেবো সকল ব্যথা।

মিটিয়ে নেবো মান-অভিমান, স্বচ্ছ সাদা মেঘের ভোরে,
উষ্ণ পরশ গায়ে মেখে মাতবো দু’জন গানের সুরে।
নিন্দুকেরা বলুক কথা, আমরা দু’জন সংগোপনে,
ছড়িয়ে দেবো স্বপ্নের বীজ, নীল নীলিমায়, কাশের বনে।

হাতের ওপর হাতটি দিয়ে, পায়ে পায়ে সপ্তপদী,
কখন‌ও বা মেঘের দেশে,কখনও বা বেয়ে নদী,
চাঁদের দেশে পাড়ি দেবো, কখনও বা পাহাড় ছুঁয়ে,
কখনও বা ফুল বাগিচায় ভ্রমর হয়ে উঠবো গেয়ে।

জ্যোৎস্না আলোয় অবগাহন, দিঘীর জল আঁকবে ছবি,
অহরাত্র গল্পকথার এক কবিতা লিখবে কবি।
মদিরতার ঘোর কাটিয়ে ভৈরবী সুর কপাল চুমে,
নতুন গাথা তৈরি হবে সরিয়ে দিয়ে রাত নিঝুমে।

Exit mobile version