সংসার হলো না
-মৌসুমী সাহা মহালানাবীশ
আজকাল আর তোমার কাছে কিছু চাইতে ইচ্ছে করে না,
কোনো প্রত্যাশা নেই!
তুমি ঘুমিয়ে পড়লে তোমার ঘুমন্ত শরীরটার দিকে তাকিয়ে থাকি এক দৃষ্টিতে,
আগে একটা মায়া ছিল তোমার চোখে মুখে আর আজ কতোটা আমার প্রতি তোমার বিরক্তি তা তোমার মুখে বেশ স্পষ্ট!
আমাদের আর সংসার করা হলো না।
শুধুমাত্র চার দেওয়ালে বন্দি ঘরে থাকা হলো কয়েক যুগ!
আমাদের আর প্রেম করা হলো না আজীবন,
প্রতিশ্রুতিগুলো আজ সব থিতিয়ে পড়েছে,
কতো কথা ছিল তোমার আমার
আজ সব মিলিয়ে গেছে ক্লান্ত নদীর বুকে!
আমার এখন অসুখ ধরেছে জানো!
একাকিত্বের অসুখ!
আমাদের বিয়ে হলো!
সন্তান হলো, কিন্তু…
সংসার হলো না!