কবিতা

কবিতা- আমরা চেয়ে চেয়ে দেখি..

আমরা চেয়ে চেয়ে দেখি..

-অমল দাস

পিদিমের আলো নিভে গেলে

যন্ত্রণা ভাগ করে সহবাসে মাটির দেয়াল

উলুখাগড়ার চাল হাল ধরে আঁধার বন্যায়

নৈশ প্রহরী কীট মাঘী জ্যোৎস্নায় বেসামাল।  

থোকা থোকা ফুল ঝরে ফুলের শহরে

রোজ অনাদরে বাগানের মালির দেবতা,

রোদ্দুর বুকে নিয়ে হেঁটে যায় যে কিশোরী

হয়তো অভাগী ’স্বর্গের কোনো পরিণীতা!

দিক-বলয় সীমা পায়না ধরিতে

জলের জঠর নিয়ে ছোটে মেঘ বৈধতাহীন,

কেলাসিত কলহ ঝরে আদ্যোপান্ত জুড়ে

কামুকে পৃথিবী তৃষা মেটেনি কোনদিন।

কত শালুকের ঝিলেরা ঠিকানা ভুলেছে

ফড়িঙের দিন – হারিয়েছে মিশরীয় রাত..  

আলো-ছায়া চাতুরীর শাণিত ছুরিতে

লোহিত রক্ত লিপিতে লেপা সময়ের ঘাত।

নিখিল নিলয় ডুবে আকণ্ঠ নীলে

প্রতিভূরা ফিরে গেছে কোন এক প্রত্যুষে,  

ঠিকানাহীন উত্তাপে ধূলিপথ পড়ে আছে

আমরা চেয়ে চেয়ে দেখেছি পুরুষে-পুরুষে! 

Loading

Leave A Comment

You cannot copy content of this page