নেই!
-উজ্জ্বল সামন্ত
নারীর অতীত থাকতে নেই,
অতীত হয়তো বিশ্বাসের প্রশ্নে চিহ্নিত?
বর্তমান ও ভবিষ্যৎ সামাজিক সম্পর্কের বাঁধনে
বৈধ অবৈধ স্বীকৃতির অভাবে সম্পর্কও কলঙ্কিত!
নারীকে ভালবাসতে নেই, নিজের পছন্দে।
স্বপ্নের রাজপুত্তুর!, স্বপ্নেই মৃত্যু ঘটে ইচ্ছের ।
“না” এর শৃঙ্খল আষ্টেপৃষ্ঠে বাঁধে, পথে হোঁচট খায়
স্বাধীন চিন্তাধারার মৃত্যু জীবনের পথ চলতে।।
যাবতীয় দায়ভারও নারীর
সে সংসার হোক বা সমাজ জীবনে।
সিঁথির সিঁদুর শাঁখা পলায় শাড়ির মোড়কে
যাবতীয় ইচ্ছে অনিচ্ছার মৃত্যু, সহ্যের সহনে।।
নারীকে একা থাকতে নেই, জীবনে
সঙ্গীহীন নারীর চরিত্র নিয়ে কাঁটা ছেড়া, সমালোচনা!
স্বাধীন থাকার অধিকারে, প্রশ্ন তোলে,
বাঁধ সাজে সামাজিক নিয়মকানুন, জোটে লাঞ্ছনা-গঞ্জনা।।
নারীর স্বপ্ন থাকতে নেই, সাবলম্বী জীবনের
তাকে রোজগার করতে নেই, যোগ্যতার নিরিখে।
স্বপ্ন পূরণের ইচ্ছের টুটি টিপে ধরে নিজেই
ইচ্ছের মৃত্যুর হয় সংসারের ঘেরাটোপে।।
নারীর স্বাধীনতা থাকতে নেই ,
স্বাধীনতা থাকলেই নাকি ,নারী স্বেচ্ছাচারী হয়!
নারী তার যোগ্যতায় যদি এগিয়ে যায় জীবনে
হয়তো পুরুষ শাসিত সমাজের এটাই ভয়!!