Site icon আলাপী মন

কবিতা- মেঘ বালিকা

মেঘ বালিকা

-অমল দাস

 

 

 

মেঘের খামে বার্তা এলো- এক পশলা বৃষ্টি,

এক ঝাপটা হাওয়া। পলক পলক দৃষ্টি –

ভিজে, চেয়েছিলাম হারিয়ে যাবো-  

          কোনো মেঘ বালিকার খোঁজে!

হয়তো সে মেঘের গায়ে, মেঘের শাড়ি, মেঘের চুড়ি পরে-

সিঁদুর মেঘের রঙে -আলতা পায়ে সেজে,

শান্ত জলের ঘুম ভাঙাবে অভিমানী আনমনা ঝিল চরে।

আমি উতল হাওয়ার মাতলামিতে উড়িয়ে নেবো

                        বুকের আঁচলটারে।

 

 

মেঘের খামে বার্তা এলো- একপশলা বৃষ্টি..

ফেরার পথে ফিরব না আর! যা কিছু মোর সৃষ্টি-

আজ – সবই দেবো আঁচল বেঁধে তার!

এই জল থৈ থৈ খণ্ড শ্রাবণ -সেই বালিকার আমায় উপহার।

ভগ্ন তটে নিলাম তবে গোধূল বেলার ঢেউ

পাল ছিঁড়েছে? ছিঁড়ুক দেখি! হাল ধরো না কেউ!

হাল-হাকিকৎ পাঁজির খাতায় তিথির দোষে

জাবর কাটে। মেঘ বালিকার মুখোমুখি বসে

আমি কাটিয়ে দেবো সমস্ত দিনমান।

স্বরলিপি সাঙ্গ করি তার আঙুলে গীটার তারে জন্ম নেবে গান..

 

 

মেঘের খামে বার্তা এলো- এক পশলা বৃষ্টি..

ধান চাতালে আকাশের নীল ছেড়ে -আমি মিষ্টি

ময়নার ডানায় চরে মেঘের গ্রামে গ্রামে

পৌঁছে যাবো। লিখব চিঠি মেঘ বালিকার নামে-

যে ঠিকানায়, সেই ঠিকানায় পালক ঝরে। তার গঙ্গাবেণী কেশ-

ছুঁয়ে বৃষ্টি দানায় ত্বক ভিজিয়ে দেখব অনিমেষ

তার রূপের ছটায় জ্বলছি কেমন করে!

পৃথিবীর গর্ভ থেকেও উঠবো জেগে

            যদি সে ডাকে -নাম ধরে… 

 

Exit mobile version