অভিঘাত
-সঞ্জিত মণ্ডল
কাল রাতে মনে প্রমত্ত ঝড় উঠেছিলো-
বিপর্যস্ত এলোমেলো সবকিছু লণ্ডভণ্ড হলো,
বিপর্যস্ত সেই নিশিরাতে ডেকেছি তোমাকে-
তুমি আসাতেই ঝড় থেমে গিয়েছিলো।
প্রাণপণে বুকে ধরে জড়িয়েছি প্রিয়-
ওষ্ঠাধারে অমৃত চুম্বনে মিটেছিল কি চাতকী তৃষ্ণা যতো,
মেঘভাঙা সে প্রবল বৃষ্টি ধারায় স্নান সমাপন হলো-
কামনার সে দীপ্ত আগুন দপ করে নিভেছিলো।
ঝড় থেমে গেলে পরে, আরো কিছুক্ষণ রেশ তার থেকে গেলো –
আছড়ে পড়েছে অভিঘাত সে নদীর তীরে সে ঝড়ের মতো সুতীব্র ভালোবাসা,
উথাল পাথাল ঢেউ ওঠে নামে কতো,
গভীর আবেশে মন শিহরিত হয়-
ক্ষণিকের তরে আকাশের কোথা বিদ্যুৎ চমকায়-
কেঁপে ওঠে শরীর, সে নদীর উদ্ভাসিত চর।
বালু রাশি চিকচিক করে, ঝড় আবার থেমে গেলে পরে-
দেহ মন ক্লান্ত শিথিল-
স্তব্ধ হয়ে বসে থাকি সে অমিয় নদী কূলে একা আনমনে,
বসে থাকি নব আশে পুনরায় নব সন্তরণে।
আরবার বেজে ওঠে মিলনের বাঁশি –
সহস্র নাগিনী যেন লক্ষ ফণা তোলে,
আরবার সে নদীতে স্নান সারি সে অমৃত লোকে-
এ পৃথিবী তৃপ্ত হবে জানি তৃপ্ত হবে জগতের লোকে।
প্রিয়া যবে তৃপ্তি এনে দেয়, চাঁদ ডুবে যায় আকাশের কোনে,
সে চাঁদের মায়াময় টানে, পৃথিবীর নদী ফুলে ওঠে যেন জোয়ারের গানে।
এমনি করেই ঝড় ওঠে প্রতিবার, আর ঝড় থেমে যায়-
প্রকৃতির বিচিত্র লীলায়,
দিন রাত পার হয়ে যায় মায়ার খেলায়
চাওয়া আর পাওয়া হার মানে।
আদিগন্ত খেলা চলে, জীবনের গানে, দোলা লাগে প্রাণে,
দু ফোঁটা বৃষ্টিও নামে অভিযানে সৃষ্টির ধারা চলে জীবনের গানে।।