Site icon আলাপী মন

কবিতা- আত্ম পরিচয়

আত্ম পরিচয়
-কাজল দাস

তোমায় খুঁজে পেতে, কখন যেন,
হারিয়ে গেছি নিজেই…
সিঁদুরের বয়স বেড়েছে এখন,
কলম হয়েছে পাকা.
এখন নিজেকে খুঁজে পেতে,
হয়না আর দেরি.
তোমার ঠোঁট কেঁপে সোচ্চার হয়,
আমার বায়োডাটা.
মিলিয়ে দেখি আয়নার রঙে,
ভাঙা কাঁচে জীবনী হয়েছে লেখা.
হুবহু আমার মতই,
অযোগ্য এক কালপুরুষের গল্পো…
এখন খুঁজে পেতে, সময় হয় না ব্যয়।
যখন তাকাও এসে চোখে…
নেমে আসে-
এক পাহাড় সমান আত্মপরিচয়…

Exit mobile version