মন উচাটন বিভাজন
-রাণা চ্যাটার্জী
আঁধার কালো মন অগোছালো,
আতঙ্কের প্রহরে বাংলাদেশ,
উৎসব মুখর সম্প্রীতি বার্তায়,
ধুয়ে মুছে যাক ক্ষোভ বিদ্বেষ।
ঝলসে যাওয়া বাঁশ প্যান্ডেল,
বিভীষিকাময় ঐ আর্তনাদ!
মৌলবাদের কেন উড়ছে ধ্বজা,
আমরা-ওরা ‘র মরণ ফাঁদ!
একই বৃন্তে যে দুইটি কুসুম,
নজরুলের তবু ভিজছে চোখ,
মুজিব স্বপ্নে যে সোনার বাংলা,
হায় এই কিনা পরিণতি দুর্ভোগ!
তাকিয়ে দেখো মহান ভারত,
রাম, রহিম, জোসেফ একসাথে,
মানবতাই জানি আসল ধর্ম,
কি সুখ পাও হিংস্র সংঘাতে!
যে বিভাজন ডেকে আনে ক্ষত,
রক্ত চুঁইয়ে শুধু ঝরায় অবিরত,
অগ্রাহ্য হোক সে বিভেদ ফাঁদ।
আকাশে যেমন জোছনা চাদরে
সম্প্রীতি বার্তায় ঐ উজ্জ্বল চাঁদ।
ধর্ম কখনো চায় না বিভেদ ফাটল,
এসব উস্কানি,প্রলোভনেই ক্ষতি
অন্ধ উন্মত্ততায় লঙ্ঘিত মানবতা,
রাম,রহিম জোসেফের সম্প্রীতি।