Site icon আলাপী মন

কবিতা-হে নিষাদ, বিদ্ধ করো গতায়ু বিন্যাস

হে নিষাদ, বিদ্ধ করো গতায়ু বিন্যাস
– অসীম দাস

সৃজন মঞ্চে এসো অনাদি নিষাদ
বিষাদ দিয়েছো শোকে ,
তোমার ক্ষুধার্ত দানে কবিত্ব পেয়েছি ।
বহুকাল বদ্ধ ছিলো বাধিত সম্মান
এই নাও সুবর্ণ শায়ক !

নবরস গুপ্ত ছিলো সুপ্ত হৃদিমূলে
জেনেছি জারিত যজ্ঞে বহু গুহ্য কথা ।
প্রতি রাত কোজাগরী হলে
বন্ধ্যা হতো কল্প- লতিকা ,
মৃত সাগরের নুনে পুড়ে যেতো অপুর বিস্ময় ,
প্রতি ভোরে নবজন্ম বাসনা হারাতো ।
সমস্ত ফুলের রঙ একান্নবর্তী হলে
শুষ্ক হতো অনন্ত অনুভূতির কর্ণিয়া আয়ু ।

জ্বেলেছো কবির বোধে অবধ্য জোনাকি ।
হে নিষাদ , বারংবার বিদ্ধ করো গতায়ু বিন্যাস ।
প্রতিটি কবিতা জন্মের আগে যেন
প্রতিবার জন্মাতে পারি !

Exit mobile version