Site icon আলাপী মন

কবিতা- স্পর্শের বিনিময়

স্পর্শের বিনিময়
-পায়েল সাহু

শীতের কুয়াশার মতো মেঘ জমেছে শরীরে;
বহুকাল অব্যবহৃত চাদরের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে মনে,
দৃষ্টিহীন হওয়ার বাসনায় রাজপথে নেমেছে আজ অনুভূতিরা,
মেঘলা আকাশের উত্তাপ ছুঁয়ে নিজেকে সেঁকতে প্রস্তুত বাসনা।

অতৃপ্ত সুখের খোঁজে কর্দমাক্ত অজুহাতের শরীর
নিষ্পাপ নিস্পন্দ দৃষ্টি ফেলে এগিয়ে যায় সম্মুখে,
কয়লাখনি থেকে প্রাপ্ত কাঁচা হীরের আঘাতে রক্তাক্ত হয়েও,
আবারও খুঁজে চলে মরা রৌদ্রের আঁচে নিজেকে উত্তপ্ত করতে।

শত শত রঙিন ভাবনারা পা মুছে নেয় নোংরা চাদরে,
তবু ঘরের এক কোণে পড়ে থাকে ভালোবাসাহীন স্পর্শের বিনিময়ে।

Loading

FacebookMessengerTwitterWhatsAppEmailMessageShare
Exit mobile version