কবিতা

কবিতা- জীবনস্মৃতি

জীবনস্মৃতি
– সমীর হালদার

সময়ের প্রশস্ত ব্যবধানে
ক্রমশ লম্বা হয় আবেগের ব্যবধান।
তাই প্রদীপের তলায় জমাটবাঁধা অন্ধকার গুলো
উপেক্ষা আর অবহেলার গল্প শোনায়।
এক একটা কাহিনী অনতি-অতীতের
এক একটা বিষণ্ণতার খতিয়ান।
অন্তর্জালের স্বচ্ছ ক্যানভাসে ভেসে ওঠে,
মুখ আর মুখোশের আড়ালে
লুকিয়ে থাকা চরিত্রগুলো।
বিনি সুতোয় বাঁধা সম্পর্কের বেড়াজাল ছিঁড়ে
বেরিয়ে আসে অমরত্তের সন্ধান
তৈরি হয় নতুন কোনো সম্পর্ক।
মনের মধ্যে বাসা বাঁধে চরম অবহেলা।
জীবনের পরিধি জুড়ে থাকা মুহূর্তগুলি দিয়ে
গড়ে ওঠে, ফেলে আসা জীবনের আখ্যান।
লেখা হয় ‘জীবনস্মৃতি’।

Loading

Leave A Comment

You cannot copy content of this page