Site icon আলাপী মন

কবিতা- ফিরে আসে সংলাপ

ফিরে আসে সংলাপ
-অসীম দাস

 

 

আজকে যা পাইনি কাল পাবো তা
অহরহ বেজে চলে এই বারতা।

কোনও কিছু থিতু নয় আলো ও আঁধারে
ডুবে যাওয়া জল খেয়ে বুঝেছি সাঁতারে।

আজকের পাওয়া সুখ কাল হয় বাসি
বাসি তবু বলবেই– চলো ভালোবাসি !

ভাটার বিষাদ বুঝি ফুরাবে না আর?
ভোরের জোয়ার বলে- বোকা কোথাকার!

ধীরে ধীরে লঘু হয় গুরু অপমান
কাঁধে কাঁধ সেরে ওঠে আহত সোপান।

মঞ্চের খালি বুক মহড়ার শেষে
ফিরে আসে সংলাপে হাততালি বেশে!

Exit mobile version