কবিতা

কবিতা- ভুলে ভরা জীবন

ভুলে ভরা জীবন
-শচীদুলাল পাল

 

 

ভুলে ভরা এই সংসার সংশোধনের উপায় নেই আর।
না ভেবে চিন্তে ভুল করে ছুঁড়লে তির ফিরবে না আর।

জীবনের হিসাব বড়ো কঠিন ভুলত্রুটিতে ভরা,
সাপ-সিঁড়ি লুডোর মতো জীবনটা চড়াই উতরা।

অধ্যয়নে অনুশীলনেই ভুল পাবে কী কুল?
ফিরবে না মুখনিঃসৃত কথন যদি হয় ভুল।

ভুল প্রেমিকে প্রেম ভুলপথ চয়ন, পরিণাম মরণ।
বিয়ের বাকদান দেহদান অস্বীকারে আত্মহনন।

পিতার সর্বস্ব দান মালিক সন্তান পিতা গৃহহীন।
উচ্চ আয়ের লোভে সন্তান বিদেশে মা সঙ্গীহীন।

অপাত্রে দান, কন্যার নির্যাতন ভুলের পরিণতি।
কলহ বিচ্ছেদ অশান্তি অন্তে আত্মাহুতি।

ধর্ষণ হত্যার ভুলে ঘৃণ্য পরিবার- সমাজ কুলে।
অসৎসঙ্গে সমাজবিরোধী নিজ ভুলে।

অঙ্গ বিকল অচল ভুলভাল খাদ্যাভাসের ফল।
ধন মান যৌবন ক্ষয় ভুলপথ চয়ন তাই অসফল।

রিভিউ -রিপ্লে দেখে ভেবে আর নাই ফেরার উপায়
শেষে নিজ ভুলে আউট হয়ে মৃত্যুসজ্জায়।

Loading

Leave A Comment

You cannot copy content of this page