কবিতা- একটি সকাল আসবে কখন?

একটি সকাল আসবে কখন?
-অসীম দাস

 

 

একটি বিকেল আজন্মকাল আকাশ ছোঁয়া ঘুড়ি
একটি বিকেল পড়তি আলোয় দিগন্তে বট গুঁড়ি।

একটি রাত্রি অঝোর দৃশ্যে দুর্গাদিদির জ্বর
একটি রাত্রি নিদ্রা চোখে স্বপ্নে স্বয়ম্ভর।

একটি সকাল পাঠশালা যায় শহর এবং গ্রামে
একটি সকাল সকাল হতেই দোকানে সংগ্রামে।

একটি দুপুর বিষ খেয়েছে ধর্ণাতলার তলে
একটি দুপুর কাটছে সাঁতার কলেজ স্ট্রিটের জলে!

এক গোধূলি চাঁদ আধুলি রাত ডিঙোনো ভোর
একটি সকাল আসবে কখন? হাঁক দেবে-এনকোর!

Loading

Leave A Comment