Site icon আলাপী মন

কবিতা- আগুন-শব্দ

আগুন-শব্দ
–সুমিত মোদক

আগুন নিয়ে অনেক হলো খেলা;
এবার তবে সাঙ্গ হোক মেলা …

মেলামেশার পাততাড়ি পাঠ চুকিয়ে;
হৃদয় রাখি হৃদয়ের মধ্যে লুকিয়ে;

আমার আবার নাটক আসে না;
সবাই তো আর মুখোশ পরে না;

ঘুড়ি এখন সূর্য ছুঁতে চায়;
তবুও সুতো মাঝখানে লাটখায়;

এখন বাউল সপ্ত সুরের দেশে;
সবাই গেছে ঘুম পাড়ানির দেশে;

শিশু উপর দোষ চাপানো সহজ;
মাথার ভিতর মাথা ঢোকায় মগজ;

সুজন স্বজন আহ্লাদে আটখানা;
মেলছে শুধু রূপকথার শতক ডানা;

সত্য কেবল মাথা তুলে দাঁড়িয়ে;
অলীক কথা আগুন নিলো জড়িয়ে;

নীলকণ্ঠ আজও গরল নিতে জানে;
সমুদ্র মন্থন ভবিষ্যতের গভীর প্রাণে;

শিশুরাও বোঝে মাপের দাঁড়িপাল্লা;
নীরবতাও হতে পারে এক হল্লা;

তখন তুমি কোথায় দাঁড়াবে ঔদ্ধত্য;
জল দেবেনা, জল দেবেনা স্বর্গ এবং মর্ত;

আগুন নিয়ে খেলছে যারা খেলুক;
ঝাটিংগা-পাখির ডানা তারা মেলুক;

আমি থাকি আমার মধ্যে বেশ;
আমার মধ্যে বাউল সাঁইয়ের রেশ।

Exit mobile version