কবিতা- অশরীরী প্রেম

অশরীরী প্রেম

-কাজল দাস 

 

 

একটা চুমু খেতে ভীষন ইচ্ছে হয়
মৃত শরীর গুলো লজ্জায় মুখ লুকোয়
বৃথা ছুঁতে চাওয়া অশুচি শরীর
আমি একা কবি এই পৃথিবীর
কেন ছুঁয়ে ফেলি
শুকনো মাথার খুলি
অজানা চোরাগলি- লাগে ভয়
লাগে ভয়
একটা চুমু খেতে ভীষন ইচ্ছে হয়

অনুভূতি হীন শহর মহেঞ্জোদারো
মুখে বালিশ চাপা দিচ্ছে আমারও
নিঃশ্বাসে মেলে মেকি অক্সিজেন
মৃত শরীর নিয়ে করছে লেনদেন
বিক্রি হচ্ছি নির্দ্বিধায়
মৃত্যুর উপত্যকায়
এক অজানা মুগ্ধতায়- অ-সময়
অ- সময়
একটা চুমু খেতে ভীষন ইচ্ছে হয়

চেনা শরীর গুলো অচেনা লাগে
চোখের ইশারাতে ডাকছে আমাকে
হাজার অশরীরী দিচ্ছে প্রলোভন
নীল রক্তে মিশে যাচ্ছে আমার মন
আমি বাঁচতে চাই
যেদিকে তাকাই
কোথাও কেউ নাই- ছায়াময়
ছায়াময়
একটা চুমু খেতে ভীষন ইচ্ছে হয়

Loading

Leave A Comment