Site icon আলাপী মন

কবিতা- ঝড়

ঝড়
-রাণা চ্যাটার্জী

নদী উপকূলে এক একটা আছড়ে পরে ঝড়,
রাত জাগা পাখি হয় প্রশাসন.
ঘর বাঁচাতে মরিয়া নিদ্রাহীন আশঙ্কার কালোমেঘ,
ত্রাস বুকে মাথা খুঁড়ে মরে জনপদ!

সাইক্লোন দাপটে লিলিপুটের শহর,
বসতি কাঠামো চিবিয়ে খায় ফ্রাঙ্কেনস্টাইন দৈত্য..
উড়ে যায় চালা, ক্রন্দন ধ্বনিতে ঝালাপালা,
অশ্রুজলে ভাসে স্বপ্ন সন্ধানী চোখ,
হাহাকার বুকে আশ্রয় খোঁজে প্রেমের আঁতুড় ঘর!

এ শহর-গ্রাম, বসতি, জনপদ নিশ্চিহ্ন হওয়ার ভ্রুকুটি মেখে শোনে হরিনাম…. আজান ধ্বনি।
ভয়ের কোনো ধর্ম হয় না, রঙ বিভাজন…
বেচেঁ থাকার আকুতির কোনো জাত।
তবু ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ক্ষতিপূরণের তালিকা বানাতে নেতা খোঁজে কে রমেশ কে রমজান…

ত্রাণ সামগ্রী বিতরণে নয় কেন মানদন্ড আতঙ্ক-শোক?
শুধু বুঝে নেওয়ার পালা কারা নিজেদের লোক।!

,

Exit mobile version