কবিতা

কবিতা- শব্দ গহ্বর

শব্দ গহ্বর
-রীণা চ্যাটার্জী

শব্দের সেতু থেকে বিচ্ছিন্ন মন-
তবুও চলে অন্বেষণ, আরো শব্দ
নিত্য নিশি, নির্জনে- নিভৃতে..
মেদিনীর অস্থিরতার মুহূর্তে
বুনে দিতে চায় নির্ভরতার বীজ,
ভবিষ্যতের গর্ভে, অধীর অপেক্ষায়-
জন্ম নেবে শব্দের নব-কিশলয়।
অঙ্কুরোদগমের বিদীর্ণতায় না কি
সহজাত প্রবৃত্তির বশে
ছুটে আসে অজ-অবির দল?
কতক খায়- কতক মথিত অবহেলায়,
কতক দলিত পায়ে-পায়ে!
অতীতের অলঙ্কার আর আভিজাত্যের
সৌরভে স্নাত হয়ে কোনো এক
স্বচ্ছ ভোরের পল্লবিত পুণ্য মেলায়
সেতু নির্মাণ হয়ে ওঠে না শব্দবন্ধের।
মৃত বীজের গহ্বরে থাকে শুধু
আশার অলীক ফসল, আর থাকে
আকাশ-কুসুম দুর্বোধ্য শব্দের হাহাকার,
সাথে ঔদ্ধত্যের বৃথা আষ্ফালন।

Loading

5 Comments

Leave A Comment

You cannot copy content of this page