কবিতা- অভিমান গুলো

অভিমান গুলো
-সুমিত মোদক

দলা পাকিয়ে থাকা অভিমান গুলো এক এক করে মেলে দিচ্ছে ডানা ;
এক এক করে খুলে যাচ্ছে সকল জানালা,
দরজাও …
এখনও দরজায় কড়া নাড়ে জমাট বাঁধা অন্ধকার;

সে দিনও জ্যোৎস্না মেখে নিয়ে ধরা দিয়েছিল
অস্পষ্ট কথাগুলো;
ভরা জোয়ারে শক্ত করে দাঁড় ধরে বসে থাকি
নৌকার পাটাতনে;
পৌঁছতে হবে সন্তানের কাছে …

মাথার উপর দিয়ে উড়ে যায় আর এক আকাশ,
অচেনা বাতাস সকল ;
নিজের কাছ থেকে চেয়ে নিতে চাই,
নিজেরই ভবিষ্যৎ;

ভিতরে জানালা দিয়ে দেখা যায়
একটা নদী, একটা নৌকা,
ঘর-সংসার …
তখনই অভিমান গুলো
ডানা মেলে উড়তে উড়তে,
উড়তে উড়তে একেবারে দৃষ্টির বাইরে;
থেকে যায় কেবল নৌকার পাটাতন।

Loading

Leave A Comment