কবিতা

কবিতা- ভালো থাকার চাবিকাঠি

ভালো থাকার চাবিকাঠি
-সুনির্মল বসু

হাওয়ায় দুলছে মানুষের স্বপ্ন এবং ঘরবাড়ি,
চারদিকে অসহিষ্ণুতার বাতাবরণ, চারদিকে বিশ্বাস ভঙ্গের ছবি, বিশ্ববাজারে ভালোবাসা শব্দটি বড় ঘাটতির, এ নিয়ে মাথা ঘামায় কিছু উঠতি প্রেমিক ও আনাড়ী।
অথচ আকাশ, আলো, চাঁদ, সূর্য, প্রতিদিন অকৃপণ ভালোবাসা দেয়, মানুষ পারে না,
ভালোবাসায় এখন বিশ্বাসঘাতক প্রেমিক
ও ঘর ভাঙ্গা প্রেমিকার একচেটিয়া অধিকার।
এমন তো কথা ছিল না, এমন তো কথা ছিল না,
আমার মাথার উপরে ছাদ নেই, আছে উদার আকাশ, গাছতলা আমার আশ্রয়, রাজপথ আমার ঠিকানা।
আমার কোনো অসুখ নেই, আমার কোনো অসুখ নেই, আমার বিশেষ কোনো চাহিদা নেই,
বিশ্বাস করুন, আমি সুখী, আমি সুখী।
আমার তো প্রতিদিন ইচ্ছে করে, আপনার দরজায় এসে দাঁড়াই, ডেকে বলি,
আমি সুনির্মল বসু, আপনারা সবাই আমার মতো ভালো থাকুন।।

Loading

Leave A Comment

You cannot copy content of this page