কবিতা

কবিতা -শর সন্ধান বেশি দূরে নয়

শর সন্ধান বেশি দূরে নয়
-বিশ্বনাথ মাঝি

 

 

অনেক যত্নে রাখা নিহিত তীর গুলি
শর সন্ধানে ব্যস্ত এখন
কিছু ঔদ্ধত্য আর দুঃ সাহসিকতার
জবাব দিতে চায় তারা

জলের ভিতর অজস্র শৈবাল জেগে উঠেছে
কিছু আগাছা সমৃদ্ধ শস্যের ক্ষেতে
পঙ্গ পালের মতো উড়ে এসে পড়েছে

কোভিডের স্তব্ধ সতর্কতা মানুষকে
গৃহবন্দি করে রেখেছিল লকডাউনে
পকেটভারি মানুষজন
দুর্জন হয়ে উঠেছে আত্মকেন্দ্রিক দুর্বিনীত
পরশ্রীকাতর মানুষ বুঝে নিয়েছে সময়

মেঘ দিয়েছে বৃষ্টি বাতাস দিয়ে গেছে ঝড়
মাটি সব জল ফিরিয়েছে নদীতে
নিম্নচাপের প্রতিবন্ধকতা কেটে গিয়ে
আকাশ আজ সোনা রোদ্দুরে ঝলমল

গাছপালা ধুয়ে গিয়ে সবুজায়নের ডাক দিচ্ছে
পাখি আর ফুলেদের মেলা বসেছে গালিচায়
বাগানে , বনে বনে গাছ গাছালিতে
তীর ভাবছে , উগ্র আর শান্ত তীরগুলো ভাবছে
দু ‘ রকমভাবে , শর সংযোগ বেশি দূরে নয় ।

Loading

Leave A Comment

You cannot copy content of this page