Site icon আলাপী মন

কবিতা – অপেক্ষা

অপেক্ষা
-সুপর্ণা বন্দ্যোপাধ্যায়

 

 

দিনগুলো সব অনিশ্চয়ের খাতে
চুরি হয়ে গেছে নির্ঘুম কিছু রাত,
ভালোবাসাদের নিষেধ মানতে নেই
প্রাণপণে চাই ধরে আছি ওই হাত।

 

এখন তুমি অন্য গ্যালাক্সিতে
নজরবন্দি, প্রলাপেরা সংযত,
মন থেকে মনে উষ্ণতা ঢেলে দিতে
জড়িয়ে রয়েছি আলোকলতার মতো।

 

আমার গ্ৰহের ধূসর দুপুর রাত
স্যাটেলাইট আর রিংটোনে জেগে আছে।
দূরত্ব মানে গাণিতিক পরিমাপ
তুমি আর আমি এখনও খুব কাছে।

 

বহু রাত জাগা ক্লান্ত চোখের কোণে
সযত্নে আঁকো সুখ-স্বপ্নের ঘোর,
মহাপ্রলয়ের অন্তিম রাত জানে,
আর কত দূরে রক্তিমাভার ভোর।

Exit mobile version