ইতিকথা
-রীণা চ্যাটার্জী
ওই যে দূরের সাঁঝের আকাশ,
গোধূলি ছড়ানো মন খারাপের রঙ
মেখে আদুল গায়ে দাঁড়িয়ে আছে,
একাকীত্বের মূর্ছনা নিয়ে..
আজ, নয়তো কোনো একদিন
বিসমিল্লার সানাইয়ের সুর ছুঁয়ে
আবেগে কাঁদবে অঝোর ধারায়,
সেদিন বৃষ্টি হবে আবার…
ভেজা সুখের, ভেজা দুঃখের পাপড়ি
নেমে আসবে বৃষ্টির গা বেয়ে বেয়ে
বয়ে চলবে জনপথ প্লাবিত করে,
স্রোতস্বিনী জন্মাবে নবরূপে..
আকাঙ্খার ফুল সাজে মনের বরণে
গড়ে ওঠা পলি শহরের আখ্যান জুড়ে
নতুন কোনো রাইকিশোরীর গল্প,
শুরু হবে রঙধনুর রঙে..
সুঘ্রাণে, আহ্লাদে সাতরঙা বাহারে-
রৌদ্রের আলাপে ভালোবাসার ধূলো
খেলা শেষে বিষণ্ণ মাথুর বিকেলের ডাক,
আবার একলা গোধূলি বেলা..
ফিরে আসে চাক্রিক গতিতে সব
পথের শেষে সময়ের ফিসফাস,
কলরবে মুখরিত করে হয় না বলা,
মৃদু আঁচে ইচ্ছের ইতিকথা..