কবিতা

কবিতা – কথা ছিল

কথা ছিল
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

হিমেল হাওয়ার পরশ মেখে মন এখন ররফ কঠিন,
অনুভবে শুকিয়ে কাঠ, পাহাড়ি এক উছল নদী।
হেমন্ত তো পাড়ি দিল বিশ্বাসকে হরণ করে ,
তীব্র- ধূসর শীত তাই এখন আমার মনন জুড়ে।
কথা ছিল ভাঙবে না মন কিছুর তরে।

 

পশম সোহাগ আনবে তুমি, কথা ছিল ,
তোমার প্রেমের ওম এর ছোঁয়ায় গলবে বরফ-
বসন্তকে আনবে সাথে বলেছিলে মনে আছে?
লাল পলাশের ফাগুন আগুন প্রেমের কাছে।
এই কথাটা মনে আছে?

 

কেন আজও মনের মাঝে শীতের কাঁটা?
এমন কিছু হবারও কি কথা ছিল?
বসন্তের ঐ নীল আকাশের সোনা রোদে
দখিন হাওয়ায় আমরা দু’জন- দু’জনাতে-
থাকবো মেতে মনের সাথে মনকে বেঁধে।
কথা ছিল ভুলে গেছো?

 

কাটছিল দিন বর্ষাশেষের সবুজ সাথে,
শরতের শিউলি ঝরা ভোরের মতো।
শীতের শেষের নলেন গুড়ের মিঠাস নিয়ে,
তোমার ওম আবার দিক বরফ গলিয়ে।
পারবে তুমি রাখতে কথা!

 

আমরা আবার নতুন দিনের স্বপ্ন সাথে-
আঘাত যা সব যাক্ দূরে যাক বর্ষশেষে,
তোমার দেওয়া এই উপহার ভুলবে এ মন
বিশ্বাসটা টিকিয়ে রেখো তুমি এখন
এই কথাটা মনে রেখো কথা হলো।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page