Site icon আলাপী মন

কবিতা- তোমায় পাওয়ার মতো

তোমায় পাওয়ার মতো

-অমল দাস

 

 

 

সন্ধ্যে শীতের শিশির যেন চুমু দিয়ে যায় ঠোঁটে

আঁখির পাতা মেঘ-শীতল; তোমার পরশ খোঁজে।

খোলা চুলের আলিঙ্গনে -গভীর তাপ প্রবাহ ছোটে

কি মধু যে তোমার ঠোঁটে –মন ছাড়া কে বোঝে?

 

 

বুঝুক ছাই নাই বা বুঝুক, তুমি-ই মন্দ-ভালো

সিক্ত ঘাসের মন উঠোনে সে হাসির শিউলি ঝরে

ওই যে তোমার গল্প পাতা -মনের কথা বলো..

আনমনা পথ সাঙ্গ করি -তোমার আভা রোদ্দুরে…  

 

 

তোমার চোখের ধূসর নদে -জীবন করেছি জড়ো

বক্ষ-দ্বয়ের বিভাজিকায় সময় ভেসে যায় স্রোতে

ডুব অতলে সুখের নুড়ি –তুমি ডুবের আঙুল ধরো

জলাশয়ে যত মৎস্যগুলি -আমি আপ্লুত লুটে নিতে…

 

 

আমি লুটবো কেন? লুটবো না, লুটেরা নই মোটেও

একটু শীত -একটু ছোঁয়া, আর হারিয়ে যাওয়া যত…

শিকড় দিয়ে বাঁধব শিকড় –পাতা ডালের জটেও

এ পাওয়াটাই সেই পাওয়া গো, তোমায় পাওয়ার মতো।

 

 

 

    

Exit mobile version