কবিতা

কবিতা- পরিক্রমায়

পরিক্রমায়
-রীণা চ্যাটার্জী

কয়েকটা বছর রেখায়-আশায় ক্ষীণ,
পেরিয়ে গেল আরো এক বার্তাবিহীন…
হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে,
ঋতুর ছকে মেলে শেষে;
খোঁজের খাঁজে ঘুরছে যেন মন,
জীবন জুড়ে আমার অন্বেষণ-
তোমায় চাওয়া, তোমায় পাওয়া,
আশায় আশায় বদলে যাওয়া-
গল্প-কথায় আলগা করে কোপ
প্রচ্ছদেতে হলুদ রঙের ছোপ;
ভূমিকা তো বিবর্ণ বেশ,
হাসি কান্নার হাল্কা রেশ-
কোথাও খাঁটি, কোথাও খানিক মেকি,
উপসংহার আছে কেবল বাকি।
বিধাতার সব নথির বহর,
কালির আঁচড় রাখবে খবর।
আর্বতনের হাত ধরে পরিক্রমণ ফিরবে দোরে,
কাল ফুরোলে কালান্তরে-
হবেই দেখা মনের ঘরে,
খেলায় মেলায় সামলে কাছী,
সাজিয়ে নিয়ে ইচ্ছে সাজি,
অপেক্ষাতেই হাত বাড়িয়ে আছি।

Loading

5 Comments

  • Rana chatterjee

    খুব ভালো লিখলেন দিদি।আপনার লেখা সবসময়ই অনন্য মাত্রা বয়ে আনে।বর্ষ বরণের শ্রদ্ধা জানাই

    • রীণা চ্যাটার্জী

      ধন্যবাদ ভাই, নববর্ষের শুভকামনা রইলো

  • Pradip Sarma Sarkar

    বাঃ রীতা ভীষণ ভালো লিখেছ।শব্দে ছন্দে অনন্য। শুভ কামনা রইল।

  • Pradip Sarma Sarkar

    রীতা নয়,রীণা বলতে চেয়েছি।অটো স্পেলিং এর অত্যাচার।

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>