
কবিতা- পরিক্রমায়
পরিক্রমায়
-রীণা চ্যাটার্জী
কয়েকটা বছর রেখায়-আশায় ক্ষীণ,
পেরিয়ে গেল আরো এক বার্তাবিহীন…
হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে,
ঋতুর ছকে মেলে শেষে;
খোঁজের খাঁজে ঘুরছে যেন মন,
জীবন জুড়ে আমার অন্বেষণ-
তোমায় চাওয়া, তোমায় পাওয়া,
আশায় আশায় বদলে যাওয়া-
গল্প-কথায় আলগা করে কোপ
প্রচ্ছদেতে হলুদ রঙের ছোপ;
ভূমিকা তো বিবর্ণ বেশ,
হাসি কান্নার হাল্কা রেশ-
কোথাও খাঁটি, কোথাও খানিক মেকি,
উপসংহার আছে কেবল বাকি।
বিধাতার সব নথির বহর,
কালির আঁচড় রাখবে খবর।
আর্বতনের হাত ধরে পরিক্রমণ ফিরবে দোরে,
কাল ফুরোলে কালান্তরে-
হবেই দেখা মনের ঘরে,
খেলায় মেলায় সামলে কাছী,
সাজিয়ে নিয়ে ইচ্ছে সাজি,
অপেক্ষাতেই হাত বাড়িয়ে আছি।


5 Comments
Rana chatterjee
খুব ভালো লিখলেন দিদি।আপনার লেখা সবসময়ই অনন্য মাত্রা বয়ে আনে।বর্ষ বরণের শ্রদ্ধা জানাই
রীণা চ্যাটার্জী
ধন্যবাদ ভাই, নববর্ষের শুভকামনা রইলো
Pradip Sarma Sarkar
বাঃ রীতা ভীষণ ভালো লিখেছ।শব্দে ছন্দে অনন্য। শুভ কামনা রইল।
Pradip Sarma Sarkar
রীতা নয়,রীণা বলতে চেয়েছি।অটো স্পেলিং এর অত্যাচার।
রীণা চ্যাটার্জী
ধন্যবাদ দাদাভাই