কবিতা- বর্ষ বিদায়

বর্ষ বিদায়
-সঞ্জিত মন্ডল

 

 

বর্ষ যায়, বর্ষ আসে, কালের নিঃশ্বাস সাথে
বিবর্ণ সময়ের ঘ্রাণ মেখে গায়,
কিছু হয়েছিল ভালো, কিছু বুঝি ছিল কালো
মহাকাল সময়ের নিক্তি মেপে যায়।

ফেলে যাওয়া দিনগুলি চলে যায় সব ভুলি
স্মৃতিটুকু নিয়ে শুধু থাকি,
আত্মার আত্মীয় সাথে সময় চিনেছি তাতে
আপনার দৈন্য সদা ঢাকি।
যদিবা ডেকেছি পিছে, জানি আমি সব মিছে
ভাবনার জাল বৃথা বুনি,
তুমি আছো মহাকাল বিছায়ে অনন্তজাল
সময়ের ব্যথা বুঝি দাম দিয়ে কিনি।

বল আরো কতকাল অপেক্ষায় কাটিবে কাল
কতখানি লেনাদেনা জানি,
মিটেছে কি সে হিসাব, লাভ ক্ষতি না জবাব
শূন্য ঝোলা বয়ে বৃথা আর কত টানি।
আলো দাও হে বিধাতা নক্ষত্র সেবিছে যেথা
মহাশূন্যে সে আলোকবর্ষে আছে থামি।
হেথাকার কাল কেন নাতিদীর্ঘ হয় জানো
সে হিসাব আমরা কি জানি।

দাও বল, দাও আলো, অমর প্রদীপ জ্বালো
অন্ন বস্ত্র বাসস্থান করে দাও ভালো
যে তুমি অন্তরে থাকো এবার সমুখে এসো
ভালো করে এইবারে তোমারেই চিনি।
বর্ষ যায়, বর্ষ আসে অনন্ত ভাবনা সাথে
ভালো কিংবা মন্দ হবে সে কেমনে জানি,
তবুওতো আসা চাই অপেক্ষা করেছি তাই
হাসিমুখে সম্ভাষণ জানাবো সে জানি।।

Loading

One thought on “কবিতা- বর্ষ বিদায়

  1. আলাপী মন মন ছুঁয়ে গেল, আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই। প্রিয় সম্পাদক ও শুভানুধ্যায়ী দের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই

Leave A Comment