ফুটপাথে ঘুম দাঁড়িয়ে একা
-অসীম দাস
রাষ্ট্র যখন দাপিয়ে বেড়ায় ভুলিয়ে দিতে অখণ্ডতা
ভূখা নিষাদ , স্মরণ রেখো পাকস্থলীর বিপন্নতা !
বাড়ছে যখন চক্রহারে কর্মক্ষেতে প্রবল খরা
সেই ট্রাডিশন বিষ ঝাঁপিতে ধর্ম- আফিম পরম্পরা !
অতীত ঘৃণায় সুস্বাদু হয় দেশপ্রেমের সবজি থালি
ফুটপাথে ঘুম দাঁড়িয়ে একা , কোথায় খোঁজে শয্যা খালি ।
ভাঙতে ভাঙতে হাজার কাহন , আসলে তো দুইটি শ্রেণী
খাদ্য- খাদক কিংবা শাসক , মৎস্য -মারা কাশীর মেনি !