Site icon আলাপী মন

কবিতা- গোপন অভিলাষ

গোপন অভিলাষ
-সুমিত মোদক

তোমার জন্য জাগতে পারি সারা রাত;
তোমার জন্য কাড়তে পারি
তোমার দু চোখের ঘুম;
তোমার জন্য …
অথচ, কোনও দিনের জন্য হয়তো বলতে পারবো না –
এ ভাবেই জেগে থেকো আমার জন্য;
আমার শব্দ তরঙ্গে;
যে তরঙ্গ কোনও কালেই স্তব্ধ হবে না জানি;

নিয়ম করে যে প্রজাপতিটি আমার ফুল বাগিচায় এসে বসে;
তাকে বলে রেখেছি তোমার কথা;
তোমার দু চোখের ভাষার কথা;
অব্যক্ত হৃদয়-কথা;

এতো দিনে খুলে রেখেছি ঘরের সকল জানালা,
দরজাও …
কেবল তুমি রাত জাগবে বলে;
কেবল তুমি প্রেমের এক উপাখ্যান শোনাবে বলে;
একটার পর একটা যুগান্তর এসেছে;
এসেছে শুকনো পাতার ঝরে পড়ার শব্দ;
আর তোমার পায়ের নূপুর …
আমাদের গোপন অভিলাষ …

একটা রাত শেষ হয়ে আরেকটা রাত শুরু হয়;
আবার শেষও হয়;
কিন্তু, কোনও সময়ের জন্য রাতের অন্ধকার ছুঁতে পারিনি;
ধরতে পারিনি রাতের বুকে জমে থাকা অভিমান;
কেবলই তোমাকে পাবো বলে রাতকে সঙ্গে নেওয়া;
শব্দের মালা গাঁথা …

রাতের বয়স বাড়ে, আমারও …
অথচ, তোমার বয়স বাড়ে না …
দেখেছি, সাদা ফুলগুলো কিভাবে এক এক করে
মেলে ধরে পাপড়ি,
হৃদয় …
আমি, ধবধবে সাদা ফুলের পাপড়ি হতে পারি;
মেখে নিতে পারি সুঘ্রাণ,
অব্যক্ত যন্ত্রনাগুলি …

তুমি বললে ভেঙে ফেলতে পারি অস্পষ্ট সীমা রেখা,
সরস্বতী নদীর গোপন অভিলাষ;
ভেঙে ফেলতে পারি শব্দ তরঙ্গ সকল;
যদি একবার তুমি ধরা দাও ঘুমপরী হয়ে;
নিয়ে যাও চির ঘুমের দেশে, দু হাত ধরে;

তোমার জন্য সারাটা রাত জাগছি;
কেবলমাত্র তোমাকে ছুঁয়ে থাকবো বলে।

Exit mobile version