কবিতা- “ভুলিনি”

“ভুলিনি”
-সঞ্জিত মণ্ডল

 

 

তোমাকে হারাতে চাইনি বলেই সেদিন ছুঁয়েছি তোমাকে,
তোমার ওষ্ঠ স্পর্শ করেছি সেদিনের সেই প্রভাতে।
তবুও সেদিন ব্যথায় রঙীন হওনিকো সেতো জেনেছি,
আমি যে আকাশ ধরতে চেয়েছি মুখ ফুটে সেও বলেছি।
তুমি রাজী ছিলে কথা দিয়েছিলে চলে যাব বনছায়াতে,
দেখতে দিয়েছ, দেখেছি তোমাকে অমল বিমল শোভাতে।
তোমার স্তনের চন্দ্রবিন্দু স্পর্ধিত করে আমাকে,
বাধা দাওনিকো স্বেচ্ছায় ধরা দিয়েছিলে বনছায়াতে।
সারাটা দুপুর গড়িয়ে গিয়েছে আবিষ্কারের নেশাতে,
এতো মায়াময়ী কি করে যে হলে, কত শোভা দেখি তোমাতে।

দুহাত পেতেছি যা কিছু চেয়েছি সব দিয়েছিলে আমাকে,
লীন হয়ে গেছি, সব ভুলে গেছি,তোমার অমল শোভাতে।
সন্ধ্যা নেমেছে পাখিরা ফিরেছে তরুতলে তরুছায়াতে,
তবুও তোমার কিরণে মুগ্ধ হয়েছি জোনাকি আলোতে।
মনে করে দেখো কত দেরী হল মাঝি ফিরে গেলো কূলেতে,
তুমি আমি মিলে গিয়েছিনু ভুলে বাসর শয্যা সাজাতে।

যদি তাই বলো, সে স্বপন ছিল চোখ বুঁজেছিল নেশাতে,
মদিরাবিহীন সে যে কি গহীন নেশাতে লিপ্ত তোমাতে।
ঘুম কি ভেঙেছে, পাখিরা জেগেছে, তরুতলে ছিনু বিছায়ে,
কত পাখি ডাকে ঘুম টুটে থাকে কুসুম কলির ফোটাতে।
যে প্রভাতে হাত বাড়িয়ে দিয়েছি স্পর্শ করেছি তোমাকে,
সারাদিন রাত পরেও সে রাত হয়নিকো শেষ তোমাতে।
তাই চেয়ে থাকি অনিমেষ আঁখি আজও জেগে থাকি আশাতে,
জানি ভুলবো না, ভুলিনি কখনো সেদিনের সেই তোমাকে।

Loading

One thought on “কবিতা- “ভুলিনি”

  1. ভীষণ ভালো লাগলো প্রিয় বন্ধু প্রিয় সম্পাদক অনেক অনেক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই

Leave A Comment