সময়ের অপেক্ষায়
-মানিক দাক্ষিত
অন্তরের কথাটা নিশ্চিন্তে বলতে পারি কই!
দ্বিধা দ্বন্দ্বে বুকটা কাঁপে, মনে হয় এই এলো ঝড়!
প্রতি ক্ষ’ণে ক্ষ’ণে শুনি মরণের পদধ্বনি।
হাসি-খুশী উধাও- নাই শান্তির আশ্বাস।
বুকের ভেতরে থাকা উদার আকাশটা
কবেই সংকীর্ণতার গর্তে মাথা গুঁজে পড়ে।
স্থির চোখে ভয়ানক গভীর অবিশ্বাস।
ভরসা কোথায়? চারদিকে পাঁক আর ঘোলাজল।
মরতে মরতে বাঁচি… ওঠে নাভিশ্বাস!
নিরাপত্তার বড়ই অভাব, বিশ্বাসে ভাটার টান।
তবুও স্বপ্নরা বাঁচে আশার অমোঘ টানে…
কারা যেন বলে কানে কানে- বিশ্বাস রাখো।
হাতে হাত রেখে আসছে সময়-
বন্ধ বিবেক-কক্ষ উন্মুক্ত হবে নিশ্চয়।
মঙ্গলের শঙ্খধ্বনিতে ঘটবে চেতনার উন্মেষ,
পুষ্পরূপে মানবিক সত্ত্বা ফুটবে পুনঃ মানবকাননে।
আন্তরিক অশেষ ধন্যবাদ মাননীয়, মাননীয়া সম্পাদক দ্বয়কে। প্রিয় পরিবারের সাফল্য কামনা করি।