রোদ্দুর
-শংকর হালদার
পড়ন্ত বিকেলের গায় এখনও বন্ধুত্ব
ভাগ করে নেয় পার্থিব সমাজ
ভরিয়ে তোলে তাজা চুম্বনে ।
আমার প্রাঙ্গণ জুড়ে খেলা করে
নিতান্ত শিশুর মতো, সে দাতা ।
প্রভাতী আলো খুশির বার্তা বাহক
মধ্যাহ্নে মেলে ধরে যৌবন
অপরাহ্নে ঝরে পড়ে মাতৃ স্নেহে ।
ফেলে আসা পথের বাঁকে স্মৃতির আলপনা
শৈশব হতে বার্ধক্যে অবোধ শিশুর মতো
তার আচরণ ।
ক্ষিতি, অপ, অন্তরীক্ষে বাড়ে তার সখ্যতা
প্রকৃতির ছায়াপথ জুড়ে বিছানো স্নেহের আঁচল
চিবুকে আলতো প্রেম, ঠোঁটে লোটকানো অনুভূতি ।
রোদ্দুর হও, উষ্ণ মায়ায় নিজেকে বিলিয়ে দিতে পারি
জাগতিক মোহ ভুলে ।