Site icon আলাপী মন

কবিতা- বোকা মানুষ

বোকা মানুষ
-সুবিনয় হালদার

 

 

তুমি নেমেছো আজ নর্দমার জলে..
ভিজিয়ে শরীর- বলছো আছো ঠিক,
পাঁক মাখবো গুচির মতো-
বয়েই গেছে নিয়ম-রীতির ভীত!

তোমার কাছে ছুটে গেছি বারে-বারে…
ইন্দিবর ভেবে-
আমার ভাবাই হলো সার,
তুমি সামলাচ্ছো তোমার ঘর!
কু-পথে, বি-পদে, ধনসম্পদে লোভী মন–
যতনে সন্তর্পণে ভ্রমর করে পরাগ-মিলন!

জীবন দাঁড়িয়েছে আজ –
সঙধারী বাস্তবের রঙ্গমঞ্চে,
কারক সামাস দূরে ঠেলে –
নাটক ব্যাকরণ তালাবন্ধ লাশ ;
গোধূলি সময় জানান দেয় অন্ধকার
সামনে দাঁড়িয়ে আরো এক নতুন ভোর ।

Exit mobile version