অনির্বাণ বাঁচতে চেয়ে ছিল
-কাজল দাস
বাঁচতে চেয়ে ছিল অনির্বাণ,
ছিল বিশ্বাস তার ষোলোআনা,
অপেক্ষাতে পড়ে ছিল এক কোনে।
অক্সিজেনের দাম দিতে পারলো না,
বাঁচতে চেয়ে ছিল অনির্বাণ।
শব্দগুলো ছিল নিঃশ্বাসে ঢাকা,
কোনো কথাই শুনতে পারেনি সমাজ
অনেক কষ্ট ছিল পাঁজরেতে চাপা,
শুধু হৃদপিন্ডের ছিল না কোনো কাজ।
স্বপ্নগুলো তার আকাশ ছোঁবে বলে,
ঘুমিয়ে পড়েছিল হাসপাতালেই।
বাঁচতে চেয়ে ছিল অনির্বাণ।
বাঁচতে চাওয়া তার অলীক কল্পনা,
নিঃশ্বাসে ছিল না যে আয়ত্ব,
কান পেতে শুনে ছিল আলোচনা,
মৃত্যুতে চেনা তার- বেকারত্ব।
স্বপ্নগুলো তার আকাশ ছোঁবে বলে,
ঘুমিয়ে পড়েছিল হাসপাতালেই।
বাঁচতে চেয়ে ছিল অনির্বাণ।
বাঁচতে চেয়ে ছিল অনির্বাণ,
ছিল বিশ্বাস তার ষোলোআনা,
অপেক্ষাতে পড়ে ছিল এক কোনে।
অক্সিজেনের দাম দিতে পারলো না,
বাঁচতে চেয়ে ছিল অনির্বাণ।