কবিতা -টুকুর নিশিরাত

টুকুর নিশিরাত
-প্রদীপ শর্ম্মা সরকার

 

 

চাঁদের মাটিতে কালো দিনবদলের যামিনী–
পৃথিবীর মাটিতে তখন জ্যোৎস্নার ছলাৎছল–
টুকুর নিশিরাতে হৈমন্তী পূরবী জানালার ধার ঘেঁষে নলবন অভিসার,
বাঁকা চাঁদের আঁচল খসে নিশিরন্ধ্র বিভাজিকা।

চুরি করা সুখ নিয়ে গর্ভিনী অহংকার
বৃন্দাবনী লুকোচুরি, নিলাজ রাস।
গোঠের বেণু শিখিপাখায় ভর ক’রে
উন্মনা চঞ্চল মনে ঢেউ।

টুকুর একান্ত নিশিরাত
তখন বাঁকা চাঁদের নাগাল পেরিয়ে
বাঁকেবিহারীর শ্যাম কল্যাণ রূপে চটুল বিভঙ্গে
তমালশাখে ফুলের ঝুলনে।

টুকুর নিশিরাত এখন এয়ো স্ত্রীর অনির্বাণ প্রদীপ,
সন্ধ্যার অমোঘ গার্হস্থ্য,
ঘোলাটে আবেগ, দায়সারা মৈথুন, আর,
সমন্বয়ের ঝুলন্ত সেতু–
আকাশছোঁয়া সুপ্রোথিত দাম্ভিক স্তম্ভ।

Loading

Leave A Comment