কবিতা- একটি দীর্ঘশ্বাস

একটি দীর্ঘশ্বাস
-সুনির্মল বসু

 

 

বেপথু দীর্ঘশ্বাসের মত বাতাস বয়ে যায় স্মৃতির জানালায়,
নদী ও আকাশ যেখানে মিশেছে, কারা যেন ওপারে চুপিচুপি কথা কয় আকাশের প্রান্ত সীমানায়,

দেবদারু, শিমূল, পারিজাত গাছ হাসে,
যারা চলে গেছে, তারা কি আর আসে,

বুঝি না, একান্তে বসে আছি কাদের আশায়, বিপ্রতীপ দুঃখগুলো আজও কেন এত কাঁদায়,
বসন্ত বাতাস কবে এসেছিল, কবে চলে গেছে,
জানা হয়নি আমার,

নদীর ওপারে প্রিয় মানুষ, প্রিয় মুখ হেঁটে যায়,
সময় যা দেয়, একদিন সবকিছু কেড়ে নেয়,
অর্থ, খ্যাতি, নারী আর জরুরী নয় জীবনে,
ক্ষণে ক্ষণে ছুটে যাই স্মৃতি অন্বেষণে,

স্মৃতি কেন যে পিছু ডাকে, কারা যেন পেছন থেকে নাম ধরে হাঁকে,
ভালো লাগে নীল আকাশ, এই আলো, মানুষের মুখ,
ভালো লাগে সবুজ বন, পদ্ম দীঘি, অরণ্য পাখির গান, শৈশব স্মৃতি মনে আনে, আনন্দের গান,

ভালো লাগে জাহাজের মাস্তুলে দূর দেশের সাকিন ঠিকানা,
ভালো লাগে নৌকার গলুইয়ে মাঝি-মাল্লাদের জীবনযাত্রা,
ভালো লাগে শিশুদের সবুজ মাঠে গোল্লাছুট,

ফেলে আসা পথ তবু ডাকে বারে বার,
আমার সঙ্গে যাবি, আয় না আবার,
স্বপ্নে দেখি, সবুজ মাঠে ছুটছে আমার অতীত,
অভাবী সংসার, ভালোবাসা অফূরান,
মাথার ওপর উড়ছে সোনালী ঈগল,
কাঠ বাদাম গাছের মাথায় এসে বসেছে সোনালী চিল,
সে বড় আলোকিত দিন, কারা যেন স্মৃতিতে বাজায় সুখময় বীণ,

দেখতে দেখতে বয়স বাড়লো, মন তো সবুজ,
আকাশ ভর্তি উড়ছে ঘুড়ি, ঘুড়ির সঙ্গে উড়ছে মন,
সেই মনটা আজও বড় অবুঝ,
সবুজ মাঠে মনটা আজও দৌড়োয়,
জীবনের বিষন্নতা ছোঁয় না তো আজো,
অনুরাধা, আজও তুমি যে আমার স্মৃতিতে অনুক্ষণ বাজো,

বাঁশবনের দোলা, তারা ভরা আকাশ, মাটির ঘরের জানালায় জ্যোৎসনার বৃষ্টি,
ঠাকুরমার কোলে বসে বক রাক্ষসের গল্প শোনা,
স্বপ্নে দেখি, কী মধুর সেসব দিন,

এই স্মৃতি সত্ত্বা নিয়ে ভবিষ্যতে যাবো,
যাদের হারিয়েছি ,তাদের কি আর কখনো ফিরে পাবো,

অনুরাধা, আজও কি এই বিজন সন্ধ্যায়
তুমি আমার কথা ভাবো,

সূর্য ডুববে, আকাশে চাঁদ উঠবে, গহীন সমুদ্রে একাকী নাবিক আমি
একদিন একা একা দিকশূন্যপুরের দিকে চলে যাবো,
নীল আকাশ, নীল সমুদ্র, সামুদ্রিক বাতাস সাক্ষী থাকবে, আমি চলে যাবো,

আমি যেদিন চলে যাবো, সেদিন পৃথিবী এক রকমই থাকবে, এই আকাশ,

এই বাতাস, এই সবুজ, এই দিগন্তপ্রসারিত মাঠ, জলাশয়, মানুষজন, সব এক রকমই থাকবে,
শুধু একলা আমি সেদিন থাকবো না,
শুধু সেদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার
আর পৃথিবী দেখা হবে না।

Loading

Leave A Comment