টুসু পরব
-শচীদুলাল পাল
পৌষ মাস টুসু মাস কর টুসু গান
ধর তান প্রাণ মন রাখ টুসু মান।
সাঁঝ বেলা বিটি ছিলা আয় বাজা শাঁখ,
বিটিগুলা আয় ছুটে আল্পনা আঁক।
কাঁড়ুলি বাছুরের গোবর তুস সরা এনে।
সিঁদুরের সাত দাগ টেনে বসা আসনে।
রোজ রোজ টুসু সাজা গেঁদা আকন্দে।
ছুটু ছুটু গান বাঁধ মনের আনন্দে।
পুরোহিত বামুনের দরকার নাই,
টুসু কোনো দেবী লই ধর্মগ্রন্থে নাই।
গাঁ-ঘরের বিটিছিলা পুজা করি তুকে
মুড়ি মুড়কি চিড়া মিষ্টি দিব খেতে তুকে।
গোল হঁয়ে বসে গান বাঁধ প্রেম পিরিতের,
মসকরা রসে ভরা ভিতর বাইরের।
আদিবাসী মাহাতো ভুঁইয়া কুরমি,
মাতে পুরুলিয়া বাঁকুড়া সারা মানভুমি।
পুরা পৌষ জাড়ে নাচে গানে মাতন
সাঁকরাতে ভোরে জাড়ে পোখোরে ভাসান,
পোখোরেতে ডুবে চান করে দলে দলে,
গরমাবি লাচ করবি আগুন জ্বেলে।
রাঙা জামা রাঙা শাড়ি নতুন কাপড়ে,
পিঠা খেয়ে মেলা যাবি হাত ধরে ধরে।
(পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় লিখিত)
খুব ভালো লাগলো।