সংলাপ
-রীণা চ্যাটার্জী
এপার থেকেই শুরু হোক আবার কথা,
ওপারে যাওয়া তো হলো না আজো সারা-
প্রলয় লেগেছে প্রকৃতিতে অচেনা রূপে,
অনুজীবের কবলে ধুঁকছে এখন ধরা।
অনুঘটকের বেসামাল প্রসাধনী
বারবার তুলছে বেয়াদব সব ঝড়,
কিছু দেহ মাটি চাপা, খানিক ফুলেছে জলে
জ্বলেছে আগুন মুছে নিয়ে যেতে শব।
তবুও মৃতের মিছিলে নেমে-
নশ্বর দেহ দাপটে দেখায় ক্ষোভ।
বন্ধ কপাটের শার্সি চোঁয়ানো রোদ-
দূর থেকে ছুঁয়ে যায় মন হারানো কায়া,
নিভৃতের নিভৃতবাস ক্লান্তিতে নেয় শ্বাস।
সূর্য ডুবলে আলো আঁধারের কোলে-
বেঁচে থাকা আশে, ঝিমানো কাশের কাঁধে
জীবন আলগোছে গোনে বন্ধকী, আর সুদ।
চিতাকে দিয়ে ফাঁকি- নিভু নিভু জ্বালে
সেঁকে নিয়ে কিছু শ্বাস হয়তো রয়েছে বাকি।
যায় না তো গোনা- পেন্ডুলামের স্বর
মৃদু স্বরে সময় বলে গেছে “সংলাপ”
ওপারে যাওয়া তো হলো না আজো সারা-
এপার থেকেই শুরু হোক আবার কথা…