কবিতা- যে পথ দিয়ে একদিন ভালোবাসা ফিরে গেছে

যে পথ দিয়ে একদিন ভালোবাসা ফিরে গেছে
-সুনির্মল বসু

 

 

সেদিন তারা ভরা আকাশ ছিল,
আকাশে পূর্ণিমার চাঁদ ছিল, আকাশ থেকে জ্যোৎস্নার বৃষ্টি হচ্ছিল, দেবদারু বনে উদাসী বাতাস বয়ে যাচ্ছিল,
সেদিন নিঃশব্দ চরণে তোমার দরোজায় প্রেম এসে দাঁড়িয়েছিল, সমর্পণের আশায়,

তুমি তখন আত্মপ্রতিষ্ঠার লড়াই নিয়ে মশগুল,
তোমার একটা উপরে ওঠার সিঁড়ি চাই,
নির্জন উপকূলে নায়িকার মতো যে এসেছিল,
সে সেদিন এক বুক কান্না নিয়ে মোহনার দিকে
ঝাউ বীথির অন্ধকারে হারিয়ে গেল,
আর কক্ষনো তুমি তাকে খুঁজে পাওনি,

নীলাঞ্জনা, আমি তোমায় আজো এতোটুকু ভুলতে পারিনি,
ভালোবাসা অবহেলা সহ্য করে না,
বহু ব্যথার মধ্যে দিয়ে অনেক পরে তুমি এটা জেনেছিলে,

স্বপ্ন রঙিন মাধবীলতার দিন গুলো কবে যে কখন পথ হারালো, বসন্ত দিনে গাছ থেকে কৃষ্ণচূড়া ঝরে পড়ল, দখিনা বাতাস তার খবর রাখে নি,
বঙ্গোপসাগরে কত ঢেউ এসে ফিরে গেল,

সমুদ্র সৈকতে, শহরের পথে, নদীর কিনারায়,
বিদেশ বিভূঁইয়ে সেই হারানো ভালোবাসা খুঁজে খুঁজে
তুমি ক্লান্ত, দিশেহারা,
শহরের দেওয়ালে, প্রাচীন গাছের কান্ডে কতবার তুমি সেই না ভুলতে পারা নামটি লিখে এসেছো,
সে আসেনি,

সেই সব দিনে তুমি বড় আশ্চর্য হতে এই ভেবে যে, ফিরে গিয়ে কি করে নীলাঞ্জনা বারবার স্মৃতির মধ্যে ফিরে ফিরে আসে,

ফিরিয়ে দিলে, ভালোবাসা একদিন কাঁদিয়ে ছাড়বে,
এটা বুঝতে তোমার এক জীবন কেটে গেল,
হারানো ভালোবাসা আর কখনো ফিরে এলো না।

Loading

Leave A Comment