কবিতা- “আলো আঁধারি”

“আলো আঁধারি”
-রাখী চক্রবর্তী

 

 

রাত নিঝুম, চোখে নাই ঘুম
মন বলে কি হয় কি হয়!
রাতের বেলায় আ্যম্বুলেন্সের হর্ন বাজে যখন,
দুচোখে নেমে আসে ভয়।
অশ্রু, সেটা কি কোনও আবেগে ঝড়ে পড়ে? জানিনা

বছর চারেক হলো তার সাথে নেই পরিচয়।
সারা রাত জেগে,
হসপিটালের কড়িডরে
রেখেছি সবে হাত
বিলাপে প্রলাপে ডুকরে, মাথা
ঠুকরে বিদায় নিল আলো আঁধারি রাত।
না ফেরার দেশে চলে গেল কত
কে রাখে এত কার হিসাব?
যন্ত্রণা এত সস্তা, আমার ঘরে তার প্রতিনিয়ত যাওয়া আসা
তাই দুঃখের সাথে হল মিতালি
জানি, একদিন সুখ চিনে নেবে তার আপন রাস্তা।
ঘর সংসার বিছানাপত্র সব
সাজিয়ে গুছিয়ে রেখেছি
প্রত্যাশার হাত ছেড়ে দিয়ে
সময়ের থেকে সময় ধার চেয়ে নিয়েছি
জানি, সব সুখ মেলে শুধু মরণে
জমানো অভিমান বরফ থেকে একটু একটু করে জল‌ হচ্ছে,
বিদ্রুপের দোলায় চেপে ঠিক চলে যাব
আলো আঁধারির খেলা হয় যেখানে।

Loading

Leave A Comment