এই তো জীবন
-শম্পা সাহা
তুমি চলে যাবে জানতাম।
এ তো সহজ কথা,
বসন্ত কোথায় থাকে চিরকাল?
পাতাঝরা ঘুরে ফিরে আসে, আসে দারুণ নিদাঘ।
দাগ রেখে চলে যাওয়া, এই তো জীবন।
এক বার দেখা হলে, ছেড়ে যাওয়া অবশ্যম্ভাবী,
মিলনে বিচ্ছেদের ভয়, বিচ্ছেদে মিলনের অনাগত সুখ।
ভয় কি বিস্মৃতির, স্মৃতিও তো জুড়ে আছে তারই আধখান।
আজ যদি রুক্ষ, ঊষর ভূমি, কাল জেনো ফুলেল বাগান।