Site icon আলাপী মন

কবিতা- চাইবো আবার

চাইবো আবার
-পায়েল সাহু

 

 

চাইবো আবার তোমায় আমার মনের আঙিনায়
চাইবো আবার তোমায় আমি পদ্মফুলের বিছানায়,
চাইবো আবার দেখা হোক কোনো নির্জন মোহনায়,
ভাসবো আবার নতুন করে আদরে সোহাগে দুজনায়।

চাইবো আবার মুগ্ধ হতে মধ্যরাতের সেই আসরে
চাইবো আবার আনকোরা সেই অভিজ্ঞতা প্রাণভরে,
চাইবো আবার নতুন হতে আলাপ হওয়ার নতুন ভোরে,
ভাসবো আবার আদুরে ছোঁয়ার গোপন সুখের নদীতীরে।

চাইবো আবার আমার করে নবজন্মের এক সকালে
চাইবো আবার পুরনো সেতার বাজবে একই সুরে-তালে,
চাইবো আবার তোমায় আমার বুকের খাঁজের গোপন তিলে,
ভাসবো আবার তোমায় নিয়েই ঝগড়া ঝাঁটি সব ভুলে।

Exit mobile version