কবিতা- ফুল ও কচু

ফুল ও কচু
-সঞ্জিত মণ্ডল

 

 

ফুল ভালো না কচু ভালো দ্বন্দ্ব চিরকাল
ফুল বলে সে বনের রাজা বাকিরা বেহাল।
ফুলকে ভালোবাসে সবাই আদরের সে দুলাল
কচুতে গাল লাগতে পারে চুলকায় গলা ও গাল।
বকুল ফুলের গন্ধে মাতাল মৌমাছি আর মন
গোলাপ বলে গন্ধ বিলাই হাসছি সারাক্ষণ।
কচু বলে মানছি আমি তবুও ফোটাও কাঁটা
বিয়ের বাসর ড্রইংরুমে নয় পকেটে সাঁটা।
দেখো আমি মাটিতে শুই মাটিই আমার মা
মাটি মায়ের কাছে থাকি আর তো জানিনা।
খিদে যখন পায় গরীবের আমায় খেয়ে বাঁচে
ফুল তো দেখি বড়োলোকের ওরাই শুধু নাচে।
ভরা পেটে সবাই নাচে যে যেমনটা চায়
আমি থাকি দুখীর পাশে ওরাই মন কাঁদায়।।

Loading

Leave A Comment