Site icon আলাপী মন

কবিতা- বন্ধু কথা

বন্ধু কথা
-কাজল দাস

 

 

নিয়ম মতোই বন্ধু-রা ঘরে ফেরে
ছোটো থেকে বড় সময়ের চেতনায়
কখনো লিঙ্গ, বয়সের হেরফেরে
কখনো আবার টাকাকড়ি পয়সায়।

 

কখনো বন্ধু ফেল করে সরে যায়
কখনো আবার অভিমানে থাকে সরে
কাজের তাগিদে বাড়িঘর বদলায়
ফিরতে পারে না কেউ বা ইচ্ছে করেই।

 

কেউ বা শুধু ভুল করে ভুলে থাকে
ভুল পথে গিয়ে কেউ কেউ হেরে যায়
অনেক সময় বন্ধু ভাবছো- যাকে
সেও যে তোমার অতীত ভুলতে চায়।

 

চাকরি পেলেও অনেকে বলে না কথা
ব্যর্থতা দেখে অনেকে মুখ লুকায়
প্রেমিক পেলেই হাসি মুখে- সমঝোতা
কেউবা আবার বদনামে ভয় পায়।

 

আঙুলে আঙুল ছোঁয়ালেই ভাব আড়ি
সময়ের স্রোতে সব কিছু বদলায়
হয়তো আমরা কাছে না থাকতে পারি
বন্ধু কিন্তু বন্ধুই থেকে যায়।

Exit mobile version