কবিতা- এক অন্য ধরণের পৃথিবী চাই

এক অন্য ধরণের পৃথিবী চাই
– ইন্দ্রনীল মজুমদার

 

 

এক অন্য ধরণের পৃথিবী চাই,
যেখানে—
মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে।
যেখানে—
শহর-গ্রাম ও অরণ্য পাশাপাশি হাত ধরে বাঁচবে।
যেখানে—
কোনও কৃত্রিমতা নয়, প্রকৃতির কোল হবে আশ্রয়।
যেখানে—
কোনও ভেদাভেদ থাকবে না, থাকবে না কোনও সংশয়।
যেখানে—
থাকবে না কোনও পরশ্রীকাতরতা, থাকবে না কোনও মাৎস্যন্যায়।
যেখানে—
মানুষ বিচার পাবে সহজে, থাকবে না কোনও অন্যায়।
হ্যাঁ, ঠিক এই ধরণের পৃথিবী আমরা চাই।

Loading

Leave A Comment