Site icon আলাপী মন

কবিতা- ভালোবাসা দিবসে

ভালোবাসা দিবসে
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

ভালোবাসা সহজ তো নয়,
দেখে-বুঝে, সেধে-যেচে এইভাবে ভালোবাসা হয়?

তোমার-আমার ভালোবাসায় ফাগুন হাওয়ায় লাগবে মাতন,
তোমার-আমার চোখের চাওয়ায় পলাশ ফুলে প্রেমের নাচন।

হৃদগগনে আলোর জোয়ার, সাঁঝের তারার ঝিকিমিকি,
চাঁদ জোছনা শরীর বেয়ে, ঝিলের জলে দেয় যে উঁকি।

ভালোবাসা বয়স মানে?
ঈর্ষাকাতর চোখ এড়িয়ে ডিঙিয়ে যাওয়া বাধার প্রাচীর,
চোখে চোখে কত কথা, পেরিয়ে সীমা এই পৃথিবীর।

দিবারাত্রি গল্পকথন, আশ মেটে না তোমায় দেখে,
সব ব্যাথাটা জুড়িয়ে যাবে ঐ দুচোখে এ চোখ রেখে।

থাকবে আড়াল, থাকবে বাধা, থাকবে অনেক কূটকাচালি,
তবুও তুমি শুধুই আমার রোজ যে কথা তোমায় বলি।

এক পৃথিবী ভালোবাসা, এর তো কোনো হয় না দিবস,
প্রতিপলে আমার তুমি এইখানেতে নয় তো আপোষ।

Exit mobile version